সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

কর্মজীবী নারীদের জন্য হোস্টেল করছে ময়মনসিংহ জেলা পরিষদ

নেত্র ডেস্ক:
  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৮১ পঠিত

ময়মনসিংহ বিভাগ ও সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর থেকে শহরে সরকারি-বেসরকারি অফিস স্থাপিত হয়েছে অনেক। এসব প্রতিষ্ঠানে কর্মজীবীর সংখ্যা বেড়েছে অনেক। যাদের মধ্যে প্রচুর সংখ্যক নারী কর্মীও রয়েছেন। এসব নারীদের জন্য নগরীতে কোনো কর্মজীবী হোস্টেল নেই। ফলে আবাসন নিয়ে তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। কর্মজীবী নারীদের সমস্যা সমাধানে তাই ময়মনসিংহ জেলা পরিষদের উদ্যোগে নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক কর্মজীবী মহিলা হোস্টেল।

ইতোমধ্যে প্রস্তাবিত কর্মজীবী মহিলা হোস্টেলের জন্য নির্ধারিত স্থানের ডিজিটাল সার্ভে, সাব-সয়েল ইনভেস্টিগেশন, প্ল্যাান, ডিজাইন ও প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিষদের সচিব লীরা তরফদার।

লীরা তরফদার বলেন, ‘ময়মনসিংহে কাজ করতে আসা নারীদের নিরাপদ আবাসনের জন্য মহিলা হোস্টেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নগরীর ফুলবাড়ীয়া পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন জিলা স্কুলের সম্মুখে জেলা পরিষদের নিজস্ব জমিতে এ হোস্টেলটি নির্মিত হবে।‘

তিরি আরো বলেন, ‘প্রস্তাবিত কর্মজীবী মহিলা হোস্টেল কাম বাণিজ্যিক ভবনে আধুনিক সুযোগ সুবিধা সম্মলিত বেইজমেন্টে কার পার্কিং, গ্রাউন্ড ফ্লোরে সুপার শপ, ১ম, ২য় ও তয় তলায় ব্যাংক/বীমা প্রতিষ্ঠান এবং ৪র্থ তলা হতে ১০ম তলা পর্যন্ত কর্মজীবি মহিলা হোস্টেল নির্মাণ করা হবে। প্রকল্পটি জেলা পরিষদের রাজস্ব অর্থায়নে এবং সালামীর মাধ্যমে বাস্তবায়ন করা হবে।’

গোধলি নারী কল্যাণ সংস্থার সভাপতি সৈয়দা সেলিমা আজাদ বলেন, ‘দেশের অন্য বিভাগীয় শহরে কর্মজীবী নারীদের জন্য সরকারিভাবে আবাসনের ব্যবস্থা থাকলেও ময়মনসিংহে নেই। ফলে কর্মজীবী নারীদের আবাসন পেতে ভোগান্তি পোহাতে হয়। দীর্ঘদিন পরে হলেও জেলা পরিষদ এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করায় আমরা নারী সমাজের পক্ষ থেকে সাধুবাদ জানাই।’

ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান বলেন, ‘নারীর ক্ষমতায়নের অন্যতম চাবিকাঠি হচ্ছে নারীর অর্থনৈতিক মুক্তি। যা নারীরা কর্মসংস্থানের মাধ্যমেই অর্জন করতে পারবেন। তাই কর্মজীবী নারীদের নিরাপদ আবাসন গড়ে তোলার জন্য প্রতিষ্ঠা করা হচ্ছে কর্মজীবী নারী হোস্টেল।’

 

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি