ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে মঙ্গলবার বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। পুরোনো ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় এই সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা পেসার আনরিখ নর্টিয়ে।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট অর্জনের লক্ষ্যে এটি প্রোটিয়াদের জন্য বড় হোঁচট। নর্টিয়ের ছিটকে যাওয়ার খবর এক বিজ্ঞপ্তিতে জানায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা, ‘প্রোটিয়া বোলার আনরিখ নর্টিয়ে ভারতের বিপক্ষে তিন ম্যাচের বেটওয়ে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন, কারণ আগের ইনজুরি। টেস্ট ম্যাচের আগে দুর্ভাগ্যবশত যথেষ্ট সুস্থ তিনি হতে পারেননি এবং সেরে ওঠার জন্য বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে কারো নাম ঘোষণা করা হচ্ছে না।’
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে প্রথম টেস্ট। ইনজুরিতে ভারতও এই সিরিজে পাচ্ছে না রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজাকে।
Leave a Reply