যুক্তরাষ্ট্রে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমিত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার টেক্সাসের ওই ব্যক্তি মারা গেছে বলে জানিয়েছে হ্যারিস কাউন্টি স্বাস্থ্য বিভাগ।
এবিসি নিউজ জানিয়েছে, এ ব্যাপারে ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এখনও কোনো মন্তব্য করেনি।
এক বিবৃতিতে হ্যারিস কাউন্টি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মারা যাওয়া ব্যক্তির বয়ষ ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। তিনি টিকাপ্রাপ্ত ছিলেন না। করোনায় আক্রান্তের পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন।
সোমবার সিডিসি জানিয়েছিল, যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহে করোনায় আক্রান্তদের ৭৩ দশমিক ২ শতাংশই ওমিক্রনে সংক্রমিত হয়েছেন।
Leave a Reply