বাংলাদেশের শেয়ারবাজারে মঙ্গলবার (২১ ডিসেম্বর) সব ধরনের সূচক বাড়লেও লেনদেন কমেছে। এদিন বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।
পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৫৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই’র অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৩৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৩৮ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৫২ কোটি ১ লাখ টাকা। যা গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৮ এপ্রিল ডিএসইতে ৬০২ কোটি ৭৬ লাখ টাকা লেনদেন হয়েছিল। ১৯ এপ্রিল লেনদেন হয়েছিল ৬৯৭ কোটি ২৯ লাখ টাকা। পরবর্তী সময়ে লেনদেন ওঠানামা করলেও এতটা কমেনি। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৮০৭ কোটি ১৬ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত আছে ৫৫টির।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৮০ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৭৮ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮২৬ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩০২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত আছে ৪৯টির। সিএসইতে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৪৩ লাখ টাকা।
Leave a Reply