বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

৭০ কোম্পানির সঙ্গে বৈঠক করবে ডিএসই

নেত্র ডেস্ক:
  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৩৮৯ পঠিত

দেশের স্বনামধন্য ৭০টি কোম্পানির প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যার পর রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনে এ বৈঠকে হবে। শেয়ারবাজারে এসব কোম্পানির আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও এর সমাধান সম্পর্কে বৈঠকে আলোচনা হবে।

বৈঠকে বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক ছাড়াও ডিএসইর পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।

ডিএসই’র চেয়ারম্যান ইউনুসুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘দেশে অনেক কোম্পানি ভালো ব্যবসা করছে, কিন্তু পুঁজিবাজারে আসছে না। অথচ পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে নানা ধরনের সুযোগ-সুবিধা পায় প্রতিষ্ঠানগুলো। আমরা ৭০টি কোম্পানির প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছি। কী কারণে তারা বাজারে আসছে না, প্রতিবন্ধকতাগুলো কী কী, সেসব বিষয়ে বৈঠকে আলোচনা হবে।’

ডিএসই সূত্র জানায়, পারটেক্স গ্রুপ, ট্রান্সকম গ্রুপ, ইনসেপটা, ডিবিএল গ্রুপ, আনোয়ার গ্রুপ, নাসা গ্রুপ, উত্তরা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, স্কয়ার গ্রুপ, সিটি গ্রুপ, প্রাণ আরএফএল গ্রুপ, টি কে গ্রুপসহ ৭০টি প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়েছে। কোম্পানির প্রতিনিধি ছাড়াও স্টেকহোল্ডাররা বৈঠকে উপস্থিত থাকবেন। মূলত, বাজারে ভালো মানের কোম্পানি তালিকাভুক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি