চট্টগ্রাম মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে ২৮টি অবৈধ সিএনজিচালিত অটোরিকশা আটক করেছে নগর ট্রাফিক বিভাগ। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) শরীফুল ইসলাম জানান, নগরীতে অবৈধভাবে চলাচলরত নাম্বারবিহীন অথবা গ্রাম সিরিয়ালের সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে।
তিনি আরও জানান, অভিযানের আওতায় মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকা থেকে চট্টগ্রাম জেলার গ্রাম সিরিয়ালের ২৮টি সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়েছে। চলমান অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply