বিশেষ প্রতিনিধি: নেত্রকোনা জেলার সূযোগ্য জেলা প্রশাসক ও প্রেসক্লাব সভাপতি কাজি মোঃ আবদুর রহমান “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব উইমেন্স কর্নার” শীর্ষক নারীদের জন্য বিশেষায়িত একটি প্ল্যাটফরম গড়ে তোলায় সারাদেশে জেলা পর্যায়ে সাধারণ—সরকারি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে “ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১” অর্জন করায় নেত্রকোনা প্রেসক্লাব “অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠান” আয়োজন করে।
শনিবার রাতে জেলা প্রেসক্নাবের হল রুমে নেত্রকোনা প্রেসক্লাব এর সহ—সভাপতি এডভোকেট সানাওয়ার হোসেন ভূঁইয়া’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সি, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সোহেল মাহমুদ, যুদ্ধাহত মুক্তিযুদ্ধা ওসমান গনি তালুকদার, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।
প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য নির্মল কুমার দাস, প্রেসক্লাবের সাবেক সহ—সভাপতি এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, সাবেক সম্পাদক ম কিবরিয়া চৌধুরী হেলিম, এম ফখরুল হক,প্রেসক্লাব যুগ্ন সম্পাদক একেএম আব্দুল্লাহ, কোষাধ্যক্ষ আলতাবুর রহমান কাশেম, সাংবাদিক দিলওয়ার খান, সঞ্জয় সরকার, ভজন দাস, শিমুল মিলকী, হানিফ উল্লাহ আকাশ প্রমুখ।
গত ১২ ডিসেম্বর ২০২১ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মোঃ আবদুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র ভার্চুয়ালি উপস্থিতিতে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। এস/জ
Leave a Reply