বিশেষ প্রতিনিধিঃ মুজিববর্ষর্ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নেত্রকোনায় ৪ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার’ শেষ দিন গত ২ জানুয়ারী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। শহরের মোক্তারপাড়াস্থ সাধারণ গন্থাগার প্রাঙ্গণের বকুল তলায় মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখ হাসিনা বিশ^বিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ড. রফিক উল্লাহ খান।
নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো: আকবর আলী মুন্সী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, অধ্যাপক মতিন্দ্র সরকান, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সহ—সভাপতি এড: সানাওয়ার হোসেন ভূইয়া, সাধারণ গ্রন্থাগারের সহ—সভাপতি এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, নেত্রকোণা জেলা প্রেসক্লাব সেক্রেটারী এম. মুখলেছুর রহমান খান প্রমুখ।
চিন্ময় তালুকদারের সঞ্চলণায় বক্তারা তরুণ প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, নতুন প্রজন্মকে জাতির সঠিক ইতিহাস জানানোসহ আলোকিত, জ্ঞাননির্ভর, সংস্কৃতিমনস্ক মানবিক বাংলাদেশ বিনির্মাণে এ মেলা সহায়ক ভূমিকা রাখবে।
তাই ভবিষ্যৎ প্রজন্মকে বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করতে হবে। আলোচনা শেষে অতিথিবৃন্দ মেলায় প্রদর্শিত ৩০ টি বইয়ের স্টলের মালিকদের পুরস্কৃত করেন। এছাড়া ৪ দিনব্যাপী এই মেলার সমাপনী দিনে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এস/জ
Leave a Reply