ভজন দাস-বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেনী কর্মচারী পরিষদ কেন্দ্রীয় সভাপতি’র উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেনী কর্মচারী পরিষদ কেন্দ্রীয় সভাপতি ও হাবিবুল্লাহ বাহার কলেজে অফিস সহকারী পদে কর্মরত মোহাম্মদ মোস্তফা ভূইয়ার উপর গত ১৯ ডিসেম্বর বর্বরোচিত হামলা করে হাবিবুল্লাহ বাহার কলেজের গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সাইফুর রহমান ভূইয়া।
এরই প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেনী কর্মচারী পরিষদ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে দোষীর গ্রেফতার ও বিচারের দাবীতে বক্তব্য রাখেন, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেনী কর্মচারী পরিষদ জেলা সভাপতি মোঃ ছায়েদুর রহমান খান, সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক খাজা লুৎফুর রহমান, জেলা নেতা জামালউদ্দিন ফকির, হেপী আক্তার, আতিক আলমগীর প্রমূখ। এস/জ
Leave a Reply