কামরুল ইসলাম রতন-মোহনগঞ্জ সংবাদদাতাঃ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের শামসুল হক মিলনায়তন ৮ জানুয়ারি নবীনবরণ করা হয়। মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে শনিবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক রফিকুজ্জামান ইদ্রিসীর সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। স্কুলের পক্ষ হতে নবাগত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।
এ উপলক্ষ্যে আলোচনা সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনার আওয়ামীলীগের জেলা নেতা এডভোকেট গোলাম মোহাম্মদ খান পাঠান (বিমল), অভিভাবক সাংবাদিক মোঃ কামরুল ইসলাম রতন, সিনিয়র শিক্ষক শেখ আব্দুল ওয়াদুদ ও কাঞ্চন কুমার রায় প্রমুখ। আলোচনা সভা শেষে গান পরিবেশন করে প্রভাতী শাখার নবম শ্রেণীর মুপ্তি পাল, দিবা শাখার সপ্তম শ্রেণীর সম্পণা পন্ডিত, দিবা শাখার ষষ্ঠ শ্রেণির মেহজাবিন হক, প্রভাতী শাখার শ্যামা রায় প্রমুখ। এস/জ
Leave a Reply