বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণার পূর্বধলায় সরকারি রাস্তা কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় এক কাজীর বিরুদ্ধে। এ ব্যাপারে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কারে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক ১ম পর্যায়ে জেলার পূর্বধলা উপজেলাধীন ধলামূলগাঁও ইউনিয়নের চুরাটিয়া গ্রামের কলাবাড়ী হতে বাঁশাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভায়া বাদেবিন্না গ্রাম পর্যন্ত রাস্তার ১৬৫০ ফুট রাস্তার কাজ শেষ হয়েছে।
কাজ শেষ হওয়ার কয়েকদিন পর গত ৭ জানুয়ারি ইউনিয়নের চুরাটিয়া গ্রামের মৃত মহরম আলীর ছেলে কাজি মোঃ শফিক মিয়া তার ক্ষেতের পাশে থাকা প্রায় ২৫০ ফুট রাস্তার অংশ কেটে ফেলে দেন। এতে করে এলাকাবাসীর মনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কাজি মোঃ শফিক মিয়া একজন মামলাবাজ ও এলাকাবাসীর উন্নয়নে সর্বদা বাঁধা প্রদানসহ নানাবিধ অকল্যাণকর কাজে নিজেকে নিয়োজিত রাখেন বলে দাবী করে ঘটনার তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহনে প্রশাসনের প্রতি দাবী জানান এলাকাবাসী। এস/জ
Leave a Reply