বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি। বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মানু মজুমদার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী।
মুখ্য আলোচক ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিক উল্লাহ খান, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান খান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু, নেত্রকোণা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা: পলাশ মজুমদার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর হায়দার ফকির, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মনোয়ার জাহান সুজন প্রমুখ। এস/জ
Leave a Reply