সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৭:৪৮ অপরাহ্ন

ওপেনার খুঁজছে বাংলাদেশ

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ২০৩ পঠিত

জননেত্র অনলাইন ডেস্ক: মাউন্ট মঙ্গানুইতে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিলো টাইগারদের ওপেনার মাহমুদুল হাসান জয়ের। বোল্ট—ওয়াগনারদের গতি আর বাউন্স সামলে টাইগারদের দারুণ শুরু এনে দিয়েছিলেন এই তরুণ তুর্কী।

কিন্তু দুর্ভাগ্যজনক ক্রাইস্টচার্চে জয়কে পাচ্ছে না বাংলাদেশ। তাই শেষ টেস্টে বাধ্য হয়েই মাহমুদুল হাসান জয়ের বদলি নিতে হবে বাংলাদেশকে। শনিবারের অনুশীলন দেখে সবার সাথে আলোচনা করেই জয়ের বিকল্প নেয়ার কথা জানিয়েছেন টাইগারদের নির্বাচক আব্দুর রাজ্জ্বাক।

এ প্রসঙ্গে বিসিবি সরবরাহকৃত এক ভিডিও বার্তায় সাবেক স্পিন তারকা বলেন, অলরেডি আমরা চিন্তা করা শুরু করেছি। এখনো পুরোপুরি ডিসিশন নেয়া হয়নি যে কে হবে (জয়ের বিকল্প)। কালকে প্র্যা ক্টিস আছে, প্র্যারক্টিস দেখে সবকিছু বুজে তারপর সবার সাথে বসতে হবে একসাথে, কথা বলতে হবে, তারপর একটা ডিসিশন হবে আসলে।”

প্রসঙ্গত, মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের মাটিতে টাইগার ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড গড়েছিলেন মাহমুদুল হাসান জয়, খেলেছিলেন ২২৮ বলে ৭৮ রানের মহাগুরুত্বপূর্ণ ইনিংস। এস/জ

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি