দিলওয়ার খান-বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় কমিউনিটি ট্রাফিক স্বেচ্ছাসেবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মীর ফরেন ফার্নিচারের স্বত্বাধিকারী মীর জুলহাশ। বুধবার সাতপাই কালীবাড়িস্থ মীর ফরেন ফার্নিচার’র শোরুমে নেত্রকোনা ট্রাফিক কমিউনিটি স্বেচ্ছাসেবকদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোণা ট্রাফিক ইনস্পেক্টর মোহাম্মদ সালাহউদ্দিন কাজল, সার্জেন্ট হৃদয় সাহা, টিএসআই মোঃ নুরুজ্জামান সহ আরও অনেকেই। ট্রাফিক ইনস্পেক্টর মোহাম্মদ সালাহউদ্দিন কাজল বলেন, জেলা শহরের যানজট নিরসনে স্বেচ্ছাশ্রমের নিমিত্তে কমিউনিটি ট্রাফিক স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। শীতার্ত স্বেচ্ছাসেবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে তাদের সহয়াতায় এগিয়ে আসার জন্য মীর ফরেন ফার্নিচারের স্বত্বাধিকারী মীর জুলহাশকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এস/জ
Leave a Reply