কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৮ টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫ শত শীতার্তদের মাঝে শুভসংঘের আয়োজনে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা সদরের শেখ রাসেল স্টেডিয়াম ও নাজিরপুর ইউনিয়নের নলছাপ্রা স্কুল মাঠে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কৈলাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা শুভসংঘের উপদেষ্ঠা মো. ফখরুল আলম খসরু, নলছাপ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুপোতী ঘাগ্রা, কালের কষ্ঠের উপজেলা প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্ঠা মো. কামাল পাশা, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম গোলাপ, বুথুয়েল চিসিম, উপজেলা শুভসংঘের সভাপতি কাজল ঘোষ, সাধারণ সম্পাদক রাজীব হোসেন, যুগ্ম সম্পাদক রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক রুকেল মিয়া ও কোষাধ্যক্ষ মো. উজ্জল মিয়া প্রমুখ।
কম্বল নিতে আসা উপজেলার নলছাপ্রা গ্রামের ৩ সন্তানের জননী মিথিলা হাজং বলেন, মেলাদিন দইরা এই শীতে কষ্ট করতাছি, আইজ আফনেরা একটা কম্বল দিছইন। পরিবারের সবাইরে লইয়া শীতটা কোন রহমে কাডাইতে পারবাম। কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা বলেন, গরীব অসহায় শীতার্ত লোকজনের পাশে থাকায় বসুন্ধরা গ্রুপকে আন্তরিক ধন্যবাদ।
Leave a Reply