সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন

খালিয়াজুরীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত কৃষকের মৃত্যু

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ২৩৪ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনার খালিয়াজুরীতে নিবার্চনী সহিংসতায় আহত এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার দাউদপুর গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত হওয়ার তিন সপ্তাহ পর শৈলেন ভৌমিক (৫৮) নামে কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে নিজ গ্রামের বাড়িতে মারা যান তিনি। শৈলেন ভৌমিক ওই গ্রামের মৃত হর গোবিন্দ ভৌমিকের ছেলে।

স্থানীয়রা জানান, গত ২৬ ডিসেম্বর পঞ্চম ধাপে খালিয়াজুরী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে চাকুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার পদে দাউদপুর গ্রামের অজিত মহলানবীশ জয়ী হন। পরাজিত হন একই গ্রামের যতীন্দ্র মহলানবীশ। নির্বাচনের পরদিন যতীন্দ্র ও অজিতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে অজিতের সমর্থক শৈলেন ভৌমিক, বিপ্লব, অনিক ও অপুসহ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষে শৈলেন ভৌমিক চোখে এবং কপালে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। চার দিন নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তিনি বাড়ি ফিরে যান। বাড়িতে প্রাইভেট চিকিৎসা নিচ্ছিলেন।

এ অবস্থায় সোমবার দুপুরে অবস্থার অবনতি হলে মারা যান তিনি। খবর পেয়ে থানা পুলিশ সোমবার বিকেলে মরদেহ উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রতিপক্ষের আঘাতের কারণেই মারা গেছেন শৈলেন’ ,পরিবারের স্বজন প্রদীপ চৌধুরী বলেন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সংঘর্ষের পর অজিত মহলানবীশ বাদী হয়ে ২৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছিলেন। ময়না তদন্তে হত্যার অভিযোগ প্রমাণিত হলে ওই মামলাটিই হত্যা মামলায় রূপান্তরিত হবে। তিনি আরও বলেন, মঙ্গলবার নেত্রকোনা সদর হাসপাতালে নিহতের মরদেহের ময়না তদন্ত হবে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’ এস/জ

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি