রাশেদুল হাবিব ভূঁইয়া ইকবাল – আটপাড়া প্রতিনিধি: আটপাড়ায় বুধবার উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম এ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫০ তম শীত কালীন ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মোট আটটি শিক্ষা প্রতিষ্ঠান এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। ফাইনাল খেলায় বানিয়াজান সরকারি সিটি পাইলট উচ্চ বিদ্যালয় বনাম তেলিগাতী বি এন এইচ কে একাডেমি অংশ নেয়।
এখানে উল্লেখ্য যে গত ১৮ই জানুয়ারি জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫০তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন এর মাধ্যমে শীতকালীন প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে আগামী ২৩শে জানুয়ারী ভলিবল, ২৪শে জানুয়ারী অ্যাথলেটিক্স ও সাইক্লিং অনুষ্ঠিত হবে।
শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ক্রিকেট টুর্নামেন্ট উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন উপজেলা পরিষদ ভাইস চেয়াম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, বানিয়াজান সরকারি সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ের কামাল উদ্দিন খান কামাল, ইকবাল নুর লাভলু, এমদাদুল হকসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,ক্রীড়া শিক্ষক মোশতাক আহাম্মেদ ফারাস, সহ ক্রীড়া শিক্ষকবৃন্দ,সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী বৃন্দ, দর্শকবৃন্দ।
তেলিগাতী বি এন এইচ কে একাডেমি ৯ ওভারে ৪৬ অলআউট জবাবে বানিয়াজান সরকারি সি টি পাইলট উচ্চবিদ্যালয় ৮ ওভারে ৪৭ রান তুলে জয়লাভ করে। এস/জ
Leave a Reply