রাজীব সরকার: নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে গত বুধবার সন্ধ্যায় নেত্রকোণার কলমাকান্দা উপজেলার আনন্দপুর বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
এ সময় মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রয়, পরিবেশ বিনষ্টকারী পলিথিন মজুদ, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রয়সহ বেশকিছু অপরাধের দ্বায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর বিভিন্ন ধারায় বাজারের ৫ দোকানির নিকট থেকে পৃথক পৃথক ৫টি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট সোহেল রানা এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী, পলিথিন ও নকল ব্যান্ডরোল যুক্ত দয়াল বিড়ি জব্দ করা হয়। অভিযান শেষে জব্দকৃত মালামাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সংলগ্ন মাঠে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
Leave a Reply