লতিবুর রহমান- বারহাট্টা সংবাদদাতা: করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ প্রতিরোধ ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে বারহাট্টা উপজেলায় মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম। রোববার উপজেলার আসমা বাজার এলাকায় মাস্ক না পড়ার দায়ে ১টি মামলায় ৫শ টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পাশা—পাশি তিনি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ রোধে সচেতনতা সৃষ্টির বিষয়ে জানতে উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার, এস.এম. মাজহারুল ইসলাম বলেন, সংক্রমণ থেকে রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। তাই সরকারি নির্দেশনা বাস্তবায়নে সচেতনতা মূলক প্রচারণা চলছে।
এতেও জনগণ মাস্ক ব্যবহার ও স্বাস্থ্য বিধি না মানলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। আমি আজ উপজেলার মডেল মোড়, বারহাট্টা পূর্ব বাজার ও আসমা বাজারে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেছি। এ সময় সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। এস/জ
Leave a Reply