বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নিবার্চনে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পিপি এডভোকেট ইফতেখার উদ্দিন আহম্মেদ (মাসুদ) সভাপতি এবং জেলা বিএনপি নেতা আইনজীবী এডভোকেট আবুল হাসেম সম্পাদক নিবার্চিত হয়েছেন। রবিবার আইনজীবী সমিতির নিবার্চন শেষে রাত সাড়ে ৯ টার দিকে প্রধান নিবার্চন কমিশনার এডভোকেট খগেন্দ্র চন্দ্র সরকার ফলাফল ঘোষণা করেন।
প্রধান নিবার্চন কমিশনার সাক্ষরিত ফলাফলে অন্যান্য পদে নিবার্চিত ব্যক্তিরা হচ্ছেন,এডভোকেট আজাহারুল ইসলাম খান (সহ—সভাপতি(১) এডভোকেট আবুল বাশার (সহ—সভাপতি ২, বিনা প্রতিদ্বন্দিতায় নিবার্চিত), এডভোকেট এম এ মজিদ (যুগ্ম সম্পাদক),এডভোকেট আরিফুজ্জান (সহ—সম্পাদক), এডভোকেট আরিফ মোহাম্মদ সিজার (লাইব্রেরী সম্পাদক), এডভোকেট আব্দুর রফিক (সাহিত্য), এডভোকেট সনজিত কুমার পন্ডিত (বিনোদন), এডভোকেট মোঃ আব্দুর রাশিদ (অডিটর)।
নিবার্চিত সদস্যবৃন্দ হচ্ছেন এডভোকেট নূরুর রহমান,এডভোকেট ফজলে রাব্বী খান, এডভোকেট সৈয়দ রফিকুল আলম, এডভোকেট আবুল মনসুর এবং এডভোকেট সোহেল তালুকদার। এস/জ
Leave a Reply