বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ৩১ জানুয়ারি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ষষ্ঠ ধাপে ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নে আওয়ামীলীগের নৌকার প্রার্থী মো. ছাদেক মিয়া নয়টি কেন্দ্রের ৭ টিতে ভোট পায় ১০ থেকে ৬০ টি।
কেন্দ্রওয়ারি বিশ্লেষণে দেখা যায় লাউয়ারী এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে ১০ ভোট, দেবকান্দা সঃ প্রাঃ বিদ্যালয় কেন্দ্রে ১৪ ভোট, দত্ত কুনিয়া সঃ প্রাঃ বিঃ কেন্দ্রে ৩৭ ভোট, শালথী সঃ প্রাঃ বিঃ কেন্দ্রে ৪২ ভোট, নাগাইন সঃ প্রাঃ বিঃ কেন্দ্রে ৫০ ভোট, বাশাটি সঃ প্রাঃ বিঃ কেন্দ্রে ৫৭ ভোট, মারগান্ডা সঃ প্রাঃ বিঃ কেন্দ্রে ৬০ ভোট, ধলা সঃ প্রাঃ বিঃ কেন্দ্রে ১৯৯ ভোট, এবং কুরিকুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পেয়েছেন ২৮৫ ভোট। মোট ৯টি কেন্দ্রে তিনি সর্বমোট ভোট পেয়েছেন ৭৫৪টি।
এতে জামানত হারিয়েছেন মো. ছাদেক মিয়া। ধলামূলগাঁও ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪৭২। মোট বৈধ প্রাপ্ত ভোট সংখা ১৬ হাজার ৩৮ টি। এ ইউনিয়নে সতন্ত্র প্রার্থী মো. রেজুয়ানুর রহমান (অটোরিকসা প্রতীকে) ৪ হাজার ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুর রহমান (চশমা প্রতীকে) ১ হাজার ৯৬৯ ভোট পেয়েও জামানত হারিয়েছেন। চেয়ারম্যান পদে নৌকাসহ ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে জামানত হারিয়েছেন জয়ী প্রার্থী ব্যতিত সকলেই।
নৌকার প্রার্থী মো. ছাদেক মিয়া বলেন, দলীয় নেতা—কর্মীরা আমার পক্ষে কাজ করেনি। তাই এই বিপর্যয় ঘটেছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু প্রার্থীর অভিযোগ অস্বীকার করে বলেন, যোগ্য প্রার্থী মনোনীত না হওয়ায় ভোটারা পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। এস/জ
Leave a Reply