কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় ‘ক’ শ্রেণির ভূমিহীন ঘোষণা করার লক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা প্রশাসন।
রোববার বিকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইনউদ্দিন খন্দকার। সভায় বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, সহকারী কমিশনার (ভূমি) মো.রাজিব হোসন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান মৃধা,সাবেক কমান্ড বজলুর রহমান,ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, কামরুজ্জান খান সোহাগ, আব্দুস সালাম বাঙ্গালী, গণমাধ্যমকর্মী সমরেন্দ্র বিশ্ব শর্মা,রাখাল বিশ্বাস প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইনউদ্দিন খন্দকার জানান, সারাদেশের ন্যায় কেন্দুয়া উপজেলায় ‘ক’ শ্রেণি ভূমিহীনের তালিকা প্রণয়ের কাজ হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিসহ সমাজের বিভিন্ন পেশার মানুষের সহায়তা চাওয়া হচ্ছে আশাকরি খুব শিঘ্রি স্বচ্ছ একটি তালিকা প্রকাশ করা হবে। ভূমিহীনদের পূর্ণবাসনে লক্ষে এই তালিকা প্রয়াণের কাজ হচ্ছে বলে জানান তিনি।
Leave a Reply