বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের পুটিজান গ্রামে ডেকোরেটর ভাড়া নিয়ে সংঘর্ষে মাহমুদুল হাসান রকিকে ছুড়া দিয়ে আগাত করে গুরুতর রক্তাক্ত জখম করেছেন একই গ্রামের আলমগীর ও তার লোকজন।
জানা যায় গত ১৯/০২/২০২২ পুটিজান গ্রামে মাহমুদুল হাসান রকিকে পূর্ব পরিকল্পিতভাবে খুন করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দা, চাকু, লোহার রড, বাঁশের লাঠি নিয়ে আলমগীর ও তার সঙ্গীয় মাসুদ মিয়া, খোকন মিয়া, খালেক মিয়া, রজব আলী ঘেরাও করে হঠাৎ আক্রমণ করে ছুড়া দিয়ে রকির বাম বাহুর উপরে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে ও লোহার রড ও লাঠি দিয়ে এলোপাথারী বাইরাইয়া পা ভেঙ্গে দেয় ও সারা শরীরে নীলাফুলা জখম করে।
পরে রকির ডাক চিৎকারে আশেপাশের লোকজন এলে আসামীরা খুন জখমের হুমকি দিয়ে ঘটনা¯’ল ত্যাগ করে। এব্যাপারে রকির বাবা আলতু মিয়া বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি মামলা করেন-যার নং ২০ তারিখ: ১৯/০২/২০২২ খ্রি:, ধারা: ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(ওও)/১১৪/৩৪ দঃ বিঃ। কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খান বলেন এ ঘটনায় থানায় মামলা হয়েছে আলমগীরসহ ০২জনকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করা হয়েছে। বাকী আসামীদেরকেও গ্রেফতারের অভিযান চলছে।
Leave a Reply