বিশেষ প্রতিনিধিঃ “মেধা ও মননে সুন্দর আগামী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), ঢাকা এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি, নেত্রকোণার যৌথ উদ্যোগে “কৈশোর কর্মসূচি” নেত্রকোণা সদর এবং কেন্দুয়া উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।
এই কর্মসূচির আওতায় ০৮ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখ থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখ পর্যন্ত কেন্দুয়া উপজেলার ০২টি (কবিচন্দ্রপুর, নোয়াদিয়া), সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ০৫টি কিশোর-কিশোরী ক্লাব (ছোট কাইলাটি কিশোর-কিশোরী, বালুয়াকান্দা কিশোর-কিশোরী এবং ফচিকা কিশোরী) এবং সিংহের বাংলা ইউনিয়নের ০৯টি সহ (সহিলপুর, পূর্ববাংলা, বিজয়পুর, ভদ্রপাড়া, কান্দুলিয়া, রায়দূম রুহী, প্রতাপপুর, মোবারকপুর, শিমুলজানি) মোট ১৬টি কিশোরী ক্লাবে সাংস্কৃতিক এবং ক্রীড়া কর্মকান্ড অনুষ্ঠিত হয়। সুস্থধারার সাংস্কৃতিক ও মানসিক বিকাশে কিশোর-কিশোরীদের আগ্রহী করে তোলার জন্য দেশজ সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং খেলাধূলার আয়োজন করা হয়।
০৫টি আঙ্গিকে(কবিতা আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, দৌড়, দড়িলাফ) কিশোর-কিশোরীরা সাংস্কৃতিক এবং ক্রীড়া কর্মকান্ডে অংশগ্রহণ করেন। এরপর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। উক্ত ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মকান্ড এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আলী আহসান সুমন, চেয়ারম্যান, ০৪ নং সিংহের বাংলা ইউনিয়ন পরিষদ, এবং ফোকাল পার্সন, কৈশোর কর্মসূচি। জনাব মোহাম্মদ আলী, ইউপি সদস্য, ০৩নং ওয়ার্ড, জনাব তরিকুল ইসলাম, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী। ফেরদৌসি খানম ও সুজলা আক্তার, স্বাস্থ্য কর্মকর্তা, সমৃদ্ধি কর্মসূচি। জনাব ঝলমল সরকার ঝলক, সিনিয়র প্রোগ্রাম অফিসার, কৈশোর কর্মসূচি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply