বিশেষ প্রতিনিধিঃ “অধিকার আদায়ে আমরা সবাই এক সাথে” এ স্লোগানে ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) নেত্রকোণা জেলা শাখা ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। জেলা শহরের পপুলার ডায়াগনোস্টিক সেন্টারে সম্প্রতি জেলা ফারিয়ার সকল সদস্যদের উপস্থিতিতে জেলার সাধারণ ও নির্বাচনী সভায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নেত্রকোণা ইউনিটের সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকুকে প্রধান উপদেষ্টা করে সাত সদস্য বিশিষ্ট ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) নেত্রকোণা জেলার উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
ফারিয়া কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম চৌধুরী ও নেত্রকোণা জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত উপদেষ্টা কমিটি’র অন্য সদস্যরা হচ্ছেন, মদনপুর শাহ সুলতান কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ শাহ আলম ফারাস, সাবেক ছাত্রনেতা ও সিনিয়র সাংবাদিক ভজন দাস, সাবেক ছাত্রনেতা মোঃ শফিক আহম্মেদ বাবু, ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ ম্যানেজার ফোরামের সভাপতি শেখ মোজাহিদুল ইসলাম লেলিন, সাবেক ছাত্রনেতা মোঃ ইশতিয়াক আহম্মেদ তালুকদার ও জেলা ফারিয়ার সাবেক সভাপতি জিয়াউল হক মামুন। এ ছাড়াও সাধারণ সভায় ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) নেত্রকোণা জেলা শাখার ৫৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
মোঃ শহিদুল ইসলামকে সভাপতি ও মোঃ কাওছারুল আলমকে সিনিয়র সহ-সভাপতি এবং পলাশ চন্দ্র সাহাকে সাধারণ সম্পাদক ও মোঃ ফারুক খান সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক করে প্রধান উপদেষ্টা গাজী মোজাম্মেল হোসেন টুকু, বাংলাদেশ ফারিয়া কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, ময়মনসিংহ বিভাগের সভাপতি গাজী মোহাদ্দেছ হোসেন ইয়াকুব ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম সবুজ স্বাক্ষরিত ৫৯ সদস্যের নেত্রকোণা জেলা শাখার নব-নির্বাচিত কমিটি অনুমোদন দেয়া হয়।
Leave a Reply