পূর্বধলা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় তেনুয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন প্রার্থী কয়েক অভিবাবক সদস্য মনোনয়ন ফরম না পাওয়ার অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ নির্বাচন কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স স্বাক্ষরিত পত্রে জানা যায়,তেনুয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ২৫ জানুয়ারী নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। আগামী ২২ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আব্দুল লতিফ মাসুদকে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেয়া হয়।
সেই অনুযায়ী ২৮ জানুয়ারী থেকে ৩রা মার্চ বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রয়ের কথা থাকলেও অভিবাবক সদস্যরা নিদিষ্ট সময় পর্যন্ত মনোনয়ন ফরম না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বরাবর অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তেনুয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে মনোরয়ন ফরম বিতরণ ও জমাদানসহ নির্বাচন কার্যক্রম স্থগিত রাখার জন্য প্রিজাইডিং অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের চিঠি প্রেরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ বিষয়ে রোববার দুপুরে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সাথে কথা বললে তিনি জানান,মনোনয়ন ফরম নিয়ে অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে। বিষয়টি যাচাই বাচাই করে পরবর্তীতে নির্বাচনের তারিখ দেয়া হবে।
Leave a Reply