খালিয়াজুরী প্রতিনিধিঃ খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর নতুন বাজারে আগুনে পুড়ে ছয় ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিপন মিয়া জানান, স্থানীয়দের ধারনা ওই বাজারে ভেন্ডার রফিকুল ইসলাম খোকনের দলিল লেখার চেম্বারের অরক্ষিত বৈদ্যুতিক সংযোগ থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়।
পরে কাপড় ব্যবসায়ি আব্দুল কদ্দুস, চাল ব্যবসায়ি এমদাদ মিয়া, মনোহারি ব্যবসায়ি সবুজ খাঁ, ওয়েল্ডিং ব্যবসায়ি হিরন মিয়া, চা ব্যবসায়ি মুরাদ হোসেন, নাদিম হোসেন ও দুলাল মিয়ার ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে এলাকাবাসি সেলু মেশিনে লোস পাইপ লাগিয়ে পানি সেচে এবং ঘন্টাখানেক পর মদন উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন থেকে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে বাজারের ঘর ও ঘরের মালামাল পুড়ে প্রায় ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় অনেকেই। খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলাম জানান, নেত্রকোণা জেলা প্রশাসনের মাধ্যমে এখানকার ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেয়ার চেষ্টা চলছে।
Leave a Reply