বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণার দূর্গাপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির ঘটনায় নেত্রকোণার বিক্ষুব্ধ সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন বিক্ষোভসহ প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালিত হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের মোক্তারপাড়া জেলা প্রেসক্লাব মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খানের সভাপতিত্বে ও আলপনা বেগমের সঞ্চলনায় ঘন্টাব্যাপী প্রতিবাদ সভা ও মানববন্ধনসহ সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়।
এ সময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শ্যামলেন্দু পাল, আমদের নেত্রকোনার সম্পাদক মাহফুজুর রহমান, সমকালের শেখ খলিলুর রহমান ইকবাল, জনকন্ঠের সঞ্জয় সরকার, যমুনা টিভির কামাল হোসাইন, প্রথম আলোর পল্লব চক্রবর্তী, মাই টিভির আনিসুর রহমান, এনটিভির ভজন দাস, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের সোহান আহমেদ, এশিয়ান টেলিভিশনের আমিনুল ইসলাম মনিসহ আরো অনেকেই।এ সময় বক্তারা আরও বলেন, সীমান্ত উপজেলা দূর্গাপুরের তরুণ সাহসী সাংবাদিক রিফাত আহমেদ রাসেল ও তার পরিবারের নিরাপত্তায় প্রশাসনের জোর হস্তক্ষেপ দাবী করেন। সেই সাথে মেয়রের বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ মেয়র পদ থেকে অবিলেম্ব অপসারণের দাবি জানান।
উল্লেখ্য, বিভিন্ন সময়ে অবৈধ বালূ উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশের জেরে গত বুধবার রাতে স্থানীয় তরুণ সাহসী সাংবাদিক রিফাতকে বাবা সহ ডেকে নিয়ে দুর্গাপুরের পৌর মেয়র অকথ্য অশ্রাব্য ভাষায় গালাগালসহ বালুতে পুঁতে ফেলার হুমকি দেয়। যার নয় মিনিটের উপরের একটি অডিওতে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। এছাড়াও বাড়ি ঘরে দোকানে হামলা ভাংচুর করে। রিফাতের বাবাকে ডেকে নিয়ে ছেলেকে সামনে নেয়ার আল্টিমেটাম দেন মেয়র। পাশাপাশি মেয়রের দ্বিতীয় স্ত্রীও হুমকি দেয়। এ ঘটনায় শুক্রবার দুপুরে রিফাত দূর্গাপুর থানায় মেয়রের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন।
Leave a Reply