মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :

নেত্রকোণা মটরযান শ্রমিক নির্বাচনে সভাপতি কদ্দুস সম্পাদক সাইফুল

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২২২ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণা জেলা মটরযান কর্মচারি ইউনিয়ন ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন মোট ১২ হাজার ৪ শত ৪৬ ভোটের মধ্যে নেত্রকোণা বারহাট্টা রোড প্রধান কার্যালয়ের প্রাঙ্গনে নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন নেত্রকোণা জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের আহবায়ক শ্রমিক নেতা সাবেক (ইউপি) চেয়ারম্যান মোঃ জহিরুল আলম স্বপন, সহকারি নির্বাচন কমিশন দায়িত্বপালন করেন।

যুগ্ন আহবায়ক উজ্জল মিয়া, মোঃ আজহারুল ইসলাম। নির্বাচণে ৭০৩২ ভোট গৃহীত হয়। সভাপতি মোঃ আব্দুল কদ্দুস (গরুর গাড়ী প্রতীক) ৫২৫৫ ভোট পেয়ে নির্বাচনে বিজয়ী হন। মোঃ সিদ্দিকুর রহমান (চাকা প্রতীক) ১৫২৩ ভোট পেযে নির্বাচনে পরাজিত হন। বাতিল ভোটের সংখ্যা ২৫৪। কার্যকারী সভাপতি মোঃ শাহজাহান মিয়া, (মাছ প্রতীক) ৩৬০৯ ভোট পেয়ে নির্বাচনে বিজয়ী হন। মোঃ আব্দল জলিল (কাপ প্লেইট প্রতীক) ৩০৬৬ ভোট পেয়ে পরাজীত হন। বাতিল ভোটের সংখ্যা ৩৫৭। সহ সভাপতি মোঃ বজলুর রহমান (ফুটবল প্রতীক) ৩৯৭৫ ভোট পেয়ে বিজয়ী হন ।

নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ ফিরুজ মিয়া ( দেয়াল ঘড়ি প্রতীক) ১৮১৫ ভোট পেয়ে পরাজীত হন। মোঃ বাচ্ছু মিয়া তারা (কাস্তে প্রতীক ) ৯০১ ভোট পান। ভাতিল ভোটের সংখ্যা ৩৪১। সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (হারিকেন প্রতীক) ৪৫৮৫ ভোট পেয়ে বিজয়ী হন। মোঃ আব্দুল হাকিম(ছাতা প্রতীক) ২২০২ ভোট পেয়ে পরাজীত হন। বাতিল ভোটের সংখ্যা ২৪৫। যুগ্ম সম্পদক মোঃ শিবলি সাদিক (হরিণ প্রতীক) ৩৬১৯ ভোট পেয়ে বিজয়ী হন। ইসহাকুর জামান শিপন (বাঘ প্রতীক) ৩০৬৬ ভোট পেয়ে পরাজীত হন। বাতিল ভোটের সংখ্যা ৩৪৭। সহ-সধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন দীপু (আনারস প্রতীক) ৩৯৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তারিফুর রহমান রিপন (আম প্রতীক) ২৬৮২ ভোট পেয়ে পরাজীত হন। সংগঠনিক সম্পাদক মোঃ সলতু মিয়া (বালতি প্রতীক) ৩৩৩৪ ভোট পেয়ে বিজয়ী হন। মোঃ সাদেক মিয়া (নিশান প্রতীক) ৩৩২২ ভোট পেয়ে পরাজীত হন। বাতিল ভোটের সংখ্যা ৩৭৬। প্রচার সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন ফয়সাল (মই প্রতীক) ৩২৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতর প্রতিদ্বন্ধি মোঃ নিজাম হোসেন ভূঁইয়া (সিলিং ফ্যান) ২৬৪৬ ভোট পেয়ে পরাজিত হন। মোঃ মীর শাহজাহান (মোটর সাইকেল প্রতীক) ৩৭১ ভোট পান। বাতিল ভোটের সংখ্যা ৭৭০। কোষাদক্ষ্য মোঃ কামরুল ইসলাম বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হন। দপ্তর সম্পাদক মোঃ আরিফ খান (তালা প্রতীক) ২২০৭ ভোট পেয়ে বিজয়ী হন । তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ ওয়াজিবুল্লাহ্ শামীম (বাস প্রতিক) ১৪১১ ভোট পেয়ে পরাজিত হন। মোঃ মজনুশেখ (তারা প্রতিক) ১৩৩২ ভোট পান । মোঃ মাসুম শেখ (দোয়েল পাখি প্রতিক) ১১৪৫ ভোট পান। মোঃ সাইদুর ইসলাম সুমন (মাইক প্রতিক) ৫২৭ ভোট পান। বাতিল ভোটের সংখ্যা ৪১০। নির্বাচনের উক্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ জহিরুল আলম স্বপন । ফলাফল ঘোষণার পর তিনি নির্বাচনের সংশ্লিষ্ট সকল দপ্তর তাকে সুস্থ্য ও শান্তিপূর্ণ্য নির্বাচন পরিচালনায় ও সার্বিক সহযোগিতা করার জন্য নেত্রকোণা জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন এর ও তার ব্যক্তিগত পক্ষ্য থেকে সকলকে ধন্যবাদ জানান, এসময় উপস্থিত ছিলেন নেত্রকোণা মডেল থানার (ওসি) মোঃ শাকের আহম্মেদ এবং প্রিজাইটিং ও পোলিং অফিসার নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মটরযান ইউনিয়নের শ্রমিক নেতৃবৃন্দ ও শ্রমিক সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত সুধী বৃন্দ।

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি