বিশেষ প্রতিনিধিঃ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং টিসিবি’র মাধ্যমে সহনীয় মূল্যে গ্রাম শহরে সর্বত্র জনসাধারণের মাঝে পণ্য সরবরাহের দাবীতে নেত্রকোণায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টি নেত্রকোণা জেলা শাখা বুধবার বেলা সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি প্রবীন আইনজীবী এডভোকেট লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মান্নান খান আরজু, সহ-সভাপতি আবুল ফজল চৌধুরী মহনু, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ আবুল কাশেম, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক হাবিবুল মোস্তফা সবুজ, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল আজাদ, পৌর জাতীয় পার্টির আহবায়ক ফারুক ইয়ার খান কাজল, যুগ্ম আহবায়ক মোক্তার উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুল মোতালিব, যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ প্রমুখ।
Leave a Reply