বিশেষ প্রতিনিধিঃ শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি বলেছেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের ও স্থানীয় উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল তৈরি করা হচ্ছে। এটা একটা চলমান প্রক্রিয়া তবে শিক্ষা ব্যবস্থা এমনভাবে করতে হবে যেন প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে।
বৃহস্পতিবার বিকালে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর শহিদ স্মৃতি মহাবিদ্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরাল “জাগ্রত মুজিব” উদ্বোধনকালে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাজ্জাদুল হাসান। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, স্থানীয় সংসদ সদস্য রেবেকা মমিন, শেখ হাসিনা বিশ^বিদ্যালয়ের ভিসি ড. রফিকউল্লাহ খান, প্রধান আলোচক সুভাষ সিংহ রায়, শুভেচ্ছা বক্তব্য রাখেন কাজি আবদুর রহমান।
Leave a Reply