বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ে সাথে সাথে নেত্রকোণা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে একত্রিশ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।
পরে সমাজ কলাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন।
দিবসটি উপলক্ষে জেলা পাবলিক হল মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণ জয়ন্তীতে দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হয়। হাসপাতাল, জেলখানা, প্রতিবন্ধীকল্যাণ কেন্দ্র ও সরকারি শিশু পরিবারে উন্নত মানের খাবার পরিবেশন ও মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
Leave a Reply