মোহনগঞ্জ সংবাদদাতাঃ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মোহনগঞ্জ বাজারে পোস্ট অফিস রোডে যোবেদা কমপ্লেক্স মার্কেটে মোহনগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসায়ী মালিক সমিতির সহযোগিতায় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ বিষয়ক এক মতবিনিময় সভা বিশিষ্ট ব্যবসায়ী কামাল ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা হাবিল উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার সেনেটারী ইন্সপেক্টর শম্ভুনাথ সরকার, প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক এস এম সারোয়ার খোকন, মোঃ কামরুল ইসলাম রতন, প্রেস ক্লাব সম্পাদক মাসুম আহম্মেদ, মনোহারী সমিতির বিপ্লব কুমার সাহা , গার্মেন্ট মালিক সমিতির সভাপতি আবু সাঈদ, প্রসাধনী সমিতির সভাপতি লিটন রায়, জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দীপক বণিক প্রমুখ। মতবিনিময় সভা সঞ্চালন করেন মনোহারী সমিতির সাধারণ সম্পাদক শ্যামল মোল্লা।
Leave a Reply