বিশেষ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স ও সাঁতার প্রতিযোগিতায় ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে দ্রুততম মানব হয়েছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা গ্রামের মোঃ নাসিম।
সে ওই গ্রামের মোঃ বাবুল ইসলাম বাবুলের ছেলে ও কেন্দুয়া উপজেলার মজলিশপুর মোহাম্মদ আলী সিদ্দিকী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান অভিনন্দন জানান।
গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে এ অভিভন্দন জানানো এবং অর্থিক সহযোগিতা করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে গত ১ ও ২ এপ্রিল ঢাকার মিরপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে জাতীয় পর্যায়ে জুনিয়র অ্যাথলেটিক্স ও সাঁতার প্রতিযোগিতায় মোঃ নাসিম প্রথম স্থান অধিকার করে। এ জন্য তাকে দ্রুততম মানব উপাদি ও স্বর্ণপদক দেওয়া হয়। মোঃ নামিম জানায়, স্যার (জেলা প্রশাসক) আমাকে প্রশংসা ও উৎসাহিত করেছেন। আমি ভবিষ্যতে একজন ভাল ক্রিড়াবিদ হতে চাই। নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান জানান, নাসিম ভবিষ্যতে আরও নাম করবে। তাকে তার কাজের জন্য উৎসাহিত এবং সহযোগিতা করতে হবে।
Leave a Reply