বিশেষ প্রতিনিধিঃ মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ৩য় পর্যায়ে (ক শ্রেনীর) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে নেত্রকোণা সদর উপজেলা পরিষদের উদ্যোগে শেখ হাসিনার উপহার জমি ও ঘর প্রদান এর শুভ উদ্বোধন অনুষ্ঠান গতকাল সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সুহেল মাহমুদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, প্যানেল মেয়র মহসীন আলম, জেলা আ’লীগ এর দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, রেডক্রিসেন্ট সেক্রেটারি গাজী মোজাম্মেল হোসেন টুকু, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমান মানিক, সেক্রেটারি হাফিজুর রহমান খান, পৌর আ’লীগ সভাপতি অর্পিতা খানম সুমি, প্রেসক্লাব সেক্রেটারি এম. মুখলেছুর রহমান খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন প্রমুখ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোণায় তৃতীয় পর্যায়ে ৩৪৭ টি পরিবারকে নতুন করে ঘর প্রদান করা হয়েছে। গতকাল ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী এসব ঘর আনুষ্ঠানিক ভাবে সারা দেশের ন্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রদান করেন।
Leave a Reply