মোহনগঞ্জ সংবাদদাতাঃ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৩০ এপ্রিল তৃতীয় তলায় দন্ত বিভাগ সময়মতো খোলা হয়নি। এসময় রোগী টিকেট নিয়ে দরজার সম্মুখে অপেক্ষা করতে দেখা যায় । গত শনিবার তৃতীয় তলায় দন্ত বিভাগ তালা মারা এবং রোগী বাবুল পাল টিকেট নং ১১ নিয়ে দরজা সম্মুখে অবস্থান করতে দেখা যায় ।
তিনি বলেন আমি বেশ কয়েক মিনিট যাবত অপেক্ষা করছি কিন্তু কেউ দরজা খুলছে না। সাড়ে দশটার সময় মেডিকেল টেকনোলজিস্ট প্রধান সহকারীর কক্ষে এসে মোঃ নাজমুল ইসলাম বলেন, আমি ধর্মপাশা গিয়েছিলাম বিধায় দন্ত বিভাগ খুলতে দেরি হয়েছে । বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদা খাতুন অবিহিত করা হয় ।
মোহনগঞ্জ হাসপাতালে জরুরী বিভাগে কক্ষে ৯:৪৫ মিনিটে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দের ( গজ ) অবস্থান করতে এবং মেডিকেল অফিসার ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দের কে ভিজিট করতে দেখা যায়। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে এমআররা কেটে পড়েন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদা খাতুন কে মোবাইলে অবহিত করা হলে, তিনি বলেন আমি বিষয়টি দেখছি।
Leave a Reply