বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনায় বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের নবগঠিত কমিটি ও উপদেষ্ঠা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ,নেত্রকোণা জেলা কমিটি এ মতবিনিময় সভার আয়োজন করে। নেত্রকোণা জেলা কমিটির সভাপতি কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মমতাজ হুসেন চৌধুরী।
সংগঠনের সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ ও সাংবাদিক হানিফ উল্লাহ্ আকাশের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এডভোকেট আব্দুল মতিন, নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন,জেলা আওয়ামীলীগ সদস্য আবুল মনসুর আহমেদ, অধ্যপক ওমর ফারুক।
এ সময় অন্যান্যদের মধ্যে,একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রকোনা জেলা শাখার প্রধান উপদেষ্ঠা আজগর আলী খান পন্নী, একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটির সদস্য সচিব নেত্রকোনা সরকারী কলেজের সাবেক ভিপি শাহীন উদ্দিন আহমেদ, একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটির যুগ্ম আহবায়ক আবু সাঈদ খান জ্যোতি,মানিক মিয়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নেত্রকোণা জেলা শাখার সভাপতি নলীলি রঞ্জন সরকার, বীর মুক্তিযোদ্ধা সুব্রত ঘোষ, নেত্রকোণা সাধারণ গ্রš’াগার সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল হান্নান রঞ্জন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক রইছ মোহাম্মদ হাবিব খান মুক্তি,বাংলাদেশ ছাত্রলীগ নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান, বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ নেত্রকোণা জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক সঞ্জয় সরকার, উপদেষ্টা সদস্য পংকজ সাহা, উৎপল ভট্টাচার্য, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আটপাড়া উপজেলা শাখার আহ্বায়ক হুমায়ূন কবির লিটন, বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের সহ-সভাপতি মামুন খান রানা,বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না,মহিলা আওয়ামীলীগের নেত্রী আয়েশা আক্তার প্রমুখ।
Leave a Reply