মোহনগঞ্জ সংবাদদাতাঃ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার পশুখালী , ফাগুয়া, ও কয়ড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও গণকর্মচারী শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৩ টি প্রতিষ্ঠানকে ৩ কর্মদিবসের মধ্যে কৈফত তলবের চিঠি দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিপালী সরকার। বিভিন্ন সূত্রে জানা যায়, পশুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়।
৫ টি বিষয় অসংগতি উল্লেখ করে ৩ কর্মদিবসের মধ্যে কৈফত তলবের চিঠি দিয়েছেন প্রধান শিক্ষককে । ফাগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ মে শনিবার সারা দিন স্কুল বন্ধ রাখা সংবাদ পত্রিকা প্রকাশিত হওয়ায় ৩ কর্মদিবসের মধ্যে জবাব দেয়ার জন্য কৈফত তলব করেছেন । তবে রাষ্ট্রীয় শোক দিবসে কেন জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে টানানো হয়নি তা উল্লেখ করা হয়নি। কয়ড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে গত ১১ মে মাসিক সমন্বয় সভায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন না। তিনটি প্রতিষ্ঠানকেই গণকর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) ১৯৮২ এর পরিপন্থী উল্লেখ করে চিঠি দেন। ফাগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবাইল রিসিভ না করায় তার মতামত দেয়া যায়নি।
কয়ড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিরা রানী পাল বলেন, আমার বাচ্চা অসুস্থ থাকায় ময়মনসিংহ ছিলাম। আমার তিনজন সহকারী শিক্ষক মোবাইলে সমন্বয় সভায় উপস্থিত থাকার জন্য জানানো হয়েছিল। উপস্থিত হয়নি। এ ব্যাপারে নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছাব্বির আহমেদ আকুঞ্জি বলেছেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিপালী সরকার কে কৈফত তলব করতে বলা হয়েছে। দিপালী সরকার এর সাথে কথা হলে তিনি বলেন ৩ স্কুলের প্রধান শিক্ষককে ৩ কর্মদিবসের মধ্যে জবাব দেয়ার জন্য কৈফত তলব করা হয়েছে।
Leave a Reply