বিশেষ প্রতিনিধিঃ দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ উপলক্ষে জেলা শুমারি জরিপ কমিটির মতবিনিময় সভা গতকাল নেত্রকোণা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়।
নেত্রকোণা জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস এর উদ্যোগে অনুষ্টিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান। সভার শুরুতেই জনশুমারি ও গৃহগণনা বিষয়ক ডকুমেন্টারি উপস্থাপন করেন নেত্রকোণা জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ কামাল হোসেন ।
এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, নেত্রকোণা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, জেলা তথ্য অফিসার আল ফয়সাল, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শফিকুর রহমান সরকার, নেত্রকোণা পৌরসভার প্যানেল মেয়র মহসিন আলম, রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সেক্রেটারি এম. মুখলেছুর রহমান খানসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। উক্ত সভায় জনশুমারি ও গৃহগণনা সম্পর্কিত বিষয়গুলো বিস্তারিত আলোচনা হয়। আগামী ১৫-২১ জুন পর্যন্ত তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে।
Leave a Reply