বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণায় প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন অঞ্জনা খান মজলিস। এর আগে তিনি চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন।
বর্তমান জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানকে শিক্ষামন্ত্রণালয়ের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন ২২ তম বিসিএস-এর এই কর্মকর্তা।
অঞ্জনা খান মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যের উপর অনার্স মাস্টার্স করে ২০০৩ সালে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগ দেন। এর আগে গত ১৯ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে কে.এম.আল-আমিন (উপসচিব) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এখানে বদলি করেছেন।
Leave a Reply