বিশেষ প্রতিনিধিঃ সাংবাদিকরা জাতির বিবেক, সাংবাদিকরা সব সময় নিরপেক্ষ এবং সত্য প্রকাশে কাজ করে যাবেন।
তারা যেমন সত্য সংবাদ প্রকাশ করবে তেমনি দুর্নীতির বিরুদ্ধে লিখে যাবে, জনগণ সবসময় সাংবাদিকদেরকে দর্পণ হিসেবে মনে করেন, নেত্রকোনার নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস গতকাল বৃহস্পতিবার জেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্যদের উদ্যেশ্যে এ সব কথা বলেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, কাযকরী কমিটির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার আনিসুর রহমান, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক, আফম রফিকুল ইসলাম আপেল,প্রেসক্লাবের সাবেক সম্পাদক, এম কিবরিয়া চৌধুরী হেলিম, প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক আলতাবুর রহমান কাসেম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী ,দপ্তর সম্পাদক দিলওয়ার খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হানিফ উল্লাহ আকাশ ,সম্মানিত সদস্য আলপনা বেগম, ও সাধারণ সম্পাদক এম. মুখলেছুর রহমান খান. ।
Leave a Reply