বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার নতুন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ নেত্রকোণায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় করেছেন।
উক্ত মতবিনিময় সভায় জিডিএলজি জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনির হোসেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ নেত্রকোণায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আমার অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নেত্রকোণা জেলার সার্বিক উন্নয়ন সাধন করতে চাই। তিনি তার কর্মকান্ডে সাংবাদিকসহ নেত্রকোণা জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন। উক্ত মতবিনিময় সভায় নবীন ও প্রবীন সাংবাদিকবৃন্দ তাদের মতামত পেশ করেছেন।
Leave a Reply