বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

র‌্যাব-১৪ এর অভিযানে কেন্দুয়ায় মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৪৭ পঠিত

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।

র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী নেত্রকোনা’সহ আশেপাশের জেলাগুলোতে মাদকদ্রব্য ইয়াবা পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ীর উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

এ প্রেক্ষিতে গত ০৬/০৬/২০২২ নেত্রকোনা জেলার কেন্দুয়া থানাধীন চিরাং বাজার এলাকা হতে মাদক ব্যবসায়ী আব্দুল হাকিম(২১), পিতা-মৃত গিয়াস উদ্দিন, সাং-চিরাং গোপপাড়া, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা’কে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ৭৪৫ (সাতশত পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ০১(এক) টি মোবাইল’সহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামীমাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তথ্য সূত্র- মোঃ শাহরিয়ার মাহমুদ খান, মেজর, উপ-পরিচালক, কোম্পানী কমান্ডার, স্বাক্ষরিত প্রেস রিলিজ।

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি