আটপাড়া প্রতিনিধিঃ নেত্রকোনার আটপাড়ায় গত ৫ জুন উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন রাজনকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদ এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল আউয়াল লিলু,আব্দুল মোমেন সাংগঠনিক সম্পাদক রিমান তালুকদার, প্রচার সম্পাদক আলী খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক লিপটন শেখ, ছাত্রলীগ নেতা ফয়সাল হাসান পুলিন,তেলিগাতী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি দিদার হাসান তালুকদার, দিলোয়ার হাসান রাজন এর বাবা আবুল হাশেম প্রমূখ। এ সময় বক্তারা বলেন দেলোয়ার হোসেন রাজন ছাত্রলীগের একজন সৎ ও ত্যাগী নেতা এবং এলাকায় একজন শান্ত, ভদ্র, নম্র ও বন্ধু প্রিয় নেতা।
বক্তারা মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলায় ছাত্রলীগ নেতা রাজন কে গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং অনতি বিলম্বে জামিনের জোরদাবী জানান।তারা আরো বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক। তারা আরো বলেন অধিকতর তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষী, ইন্দনদাতা, ষড়যন্ত্রকারীদের সহ অভিযুক্তদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি দিলোয়ার হোসেন রাজনের বাবা আবুল হাসেম বক্তব্যে দাবী করেন আমার ছেলে নির্দোষ আমি অধিকতর তদন্ত সাপেক্ষে দোষী , ষড়যন্ত্রকারী ও ইন্ধনদাতাদের খুজে বের করে আইনের আওতায় এনে শাস্তির দাবী করছি ।
Leave a Reply