কলমাকান্দা প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ এর সাথে মতবিনিময় করেছেন উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এফএম ওয়াজেদ তালুকদারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবুল হাসেম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু,কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল আহাদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, যুবলীগ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস মীম,কৃষি কর্মকর্তা ফারুক আহামেদ, প্রেসক্লাব সভাপতি রাজ্জাক আহামেদ রাজু,ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ইন্জিনিয়ার শফিকুল ইসলাম প্রমূখ।
Leave a Reply