বিশেষ প্রতিনিধিঃ সত্যকে সমুন্নত রেখে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার মাধ্যমে জাতিকে প্রকৃত দিক-নির্দেশনা দেওয়ার আহ্বান জানান নেত্রকোণার নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। ১৪ জুন জেলা প্রেসক্লাব মিলনায়তনে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সভাপতি হিসেবে বরণ অনুষ্ঠানে তিনি এই আহবান জানান।
এসময় তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের সমাজের চিত্র তুলে ধরার কারণেই সমস্যা গুলো কাটিয়ে উন্নয়নের দিকে এগিয়ে চলে সমাজ। সুশীল সমাজ, সাংবাদিক ও প্রশাসনের নিরলস প্রচেষ্টার মাধ্যমেই কেবল প্রতিটি উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেয়া সম্ভব।
প্রশাসন রাষ্ট্রের জনগণের কাজ করে, একজন জেলা প্রশাসক হিসেবে আপনাদের সহযোগিতা কামনা করি। প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট সানওয়ার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সম্পাদক এম. মুখেছুর রহমান খানের সঞ্চালনায় জেলা প্রশাসকের বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেন, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, এডভোকেট বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাবেক সদস্য সচিব এম ফখরুল হক, সাবেক সম্পাদক এম কিবরিয়া চৌধুরী হেলিম,সাংবাদিক কবীর হোসেন চান মিয়া, যুগ্ম সম্পাদক একে এম আব্দুল্লাহ্, দপ্তর ও লাইব্রেরি সম্পাদক দিলওয়ার খান, তথ্যপ্রযুক্তি সম্পাদক হানিফ উল্লাহ আকাশ, কার্যকরী সদস্য আলপনা বেগম প্রমুখ।
Leave a Reply