বিশেষ প্রতিনিধিঃ কয়েকদিনেরে টানাবর্ষন ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় বন্যা দুগর্ত অসহায় মানুষের মাঝে গতকাল ত্রান বিতরণ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রিয় পর্ষদ সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটি নেত্রকোণা ইউনিটের সেক্রেটারি গাজী মোজাম্মেল হোসেন টুকু ও নেত্রকোণা রেড ক্রিসেন্ট ও যুব রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকগণ।
এসময় তারা কলমাকান্দাসহ জেলার বিভিন্ন উপজেলার পানি বন্দি মানুষের জন্য শুকনো খাবার বিতরণ করেন। তাছাড়া জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসনের সাথে ১৫ সদস্যের একটি দলও অংশগ্রহণ করছে।
দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রায় ৩০০ স্বেচ্ছাসেবক সক্রিয়ভাবে দিন-রাত কাজ করছে।
Leave a Reply