বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি। নেত্রকোনার সদর ও বারহাট্টা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রতিমন্ত্রী সহস্রাধিক মানুষের মাঝে শুকনা খাবার প্যাকেট, খাবার পানি, খাবার স্যালাইন ও নগদ অর্থ বিতরণ করেন।
এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইফতেখার উদ্দিন মাসুদ, মহিলা আওয়ামীলীগের সভাপতি কামরুনেছা আশরাফ দীনা,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক এডভোকেট দীপক ধর গুপ্ত, দফতর সম্পাদক মাজারুল ইসলাম,
শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী কামাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মজিবুল আলম হীরা, সদস্য নজরুল ইসলাম ফকির, বাসেত খসরু, উপজলা আওয়ালীগের সভাপতি আতাউর রহমান মানিক,সম্পাদক হাফিজুর রহমান খান, পৌর আওয়ামীলীগের সভাপতি অর্পিতা খানম সুমি, সম্পাদক টিটু দত্তসহ যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply