মোহনগঞ্জ সংবাদদাতাঃ নেত্রকোণার মোহনগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে গতকাল ত্রাণ বিতরণ করেছেন বিমান বাংলাদেশ এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, এসময় উপস্থিত ছিলেন মোহনগঞ্জে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও মেয়র লতিফুর রহমান রতন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবাল,উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জি, জেলা আ’লীগ নেতা নূর খান মিঠু, রেড ক্রিসেন্ট সোসাইটি নেত্রকোণা ইউনিটের সেক্রেটারি গাজী মোজাম্মেল হোসেন টুকু, মোহনগঞ্জ উপজেলা আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দুইদিন ধরে ত্রাণসামগ্রী বিতরণ করছেন বিমান বাংলাদেশ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান। তিনি গতকাল বুধবার মোহনগঞ্জ পৌরসভাস্থ বিভিন্ন আশ্রয়কেন্দ্র সহ ৫ নং সমাজ-সহিলদেও ইউনিয়ন ও ৬নং সুয়াইর আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন।
গতকাল ১নং বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়ন, ৩নং তেতুলিয়া ইউনিয়ন, ৪নং মাঘান-সিয়াধার ইউনিয়ন এবং ৭নং গাগলাজুর ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের মাঝে ৫শ প্যাকেট শুকনো খাবার ও ৩শ পরিবারের মাঝে চাল বিতরণ করেন।এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। অপরদিকে আদর্শনগর শহীদ স্মৃতি মহাবিদ্যালয় মিলনায়তনে শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply