মোহনগঞ্জ সংবাদদাতা: নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডরমেটরীতে শিফট ইনচার্জ শিল্পী রানী কর বেআইনিভাবে পরিবার নিয়ে বসবাস করার খবর পাওয়া গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বেআইনি বসবাস নিয়ে সতর্ক করেছেন বলে জানা যায়। বিভিন্ন সূত্রে জানা যায়, মোহনগঞ্জ হাসপাতালের ডরমেটরীতে শিল্পী রানী কর ২০১৮ সনের শেষ দিকে মোহনগঞ্জে যোগদান করে অন্যের নামে ডরমেটরী বিল্ডিংয়ে উঠেন। উক্ত নার্স বদলি হয়ে গেলে তার নামে বরাদ্দ নিয়ে বসবাস করেন।
ডরমেটরী বিল্ডিংয়ের কক্ষ যার নামে বরাদ্দ, তার শিশু বাচ্চা ছাড়া আর কাউকে নিয়ে বসবাস করার নিয়ম নেই। অথচ শিল্পী রানী কর এর স্বামী সরকারি চাকরি করেন। তিনি ছুটিতে আসলে স্ত্রীর সাথে ডরমেটরী বিল্ডিংয়ে রাত্রিযাপন করেন। তাছাড়া তার ভাই অনার্সের ছাত্র খোকন সব সময় থাকেন। তাছাড়া পরিবারের অন্যান্য সদস্য ও কাজের মেয়ে মাঝে মাঝে বসবাস করে থাকেন।
এ ব্যাপারে শিফট ইনচার্জ শিল্পী রানী কর এর সাথে কথা হলে, তিনি বলেন আমার পূর্ববর্তী নার্সরা পরিবার নিয়ে বসবাস করেছেন। আমি বসবাস করলে দোষ কি? তিনি আরো বলেন, আমি অফিস ম্যানেজ করে থাকি। তিনি বেআইনি বসবাসকারী বেশ কয়েকজন নার্সের নাম অপকটে বলেন । ডরমেটরী বিল্ডিংয়ে বসবাস করার কঠোর বিধি নিষেধ অমান্য করে শিল্পী রানী কর বসবাস অব্যাহত রেখেছেন । এ ব্যাপারে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মাহমুদা খাতুন বলেন, ইতিমধ্যে বেআইনি বসবাসের জন্য সতর্ক করা হয়েছে। প্রয়োজনে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply